ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশ, দুই ডিপো মালিককে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, অক্টোবর ৯, ২০২০
খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশ, দুই ডিপো মালিককে জরিমানা

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজার এলাকায় দু’টি চিংড়ি ডিপোতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশের দায়ে দুই ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‌্যাব-৬ এর মেজর মো. আনিসুজ্জামান বাংলানিউজকে জানান, চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করায় খর্ণিয়া বাজারের ব্যবসায়ী সত্যপ্রমাদ বিশ্বাসকে ২০ হাজার টাকা ও মেসার্স নূপুর ফিসের স্বত্তাধিকারী সম্পা মল্লিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা ৫০০ কেজি চিংড়ি নষ্ট করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।