ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, সেপ্টেম্বর ২৭, ২০২০
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. মোশাররফ ড. এম মোশাররফ হোসেন

ঢাকা: বিমা উন্নয়নও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি আইডিআরএ’র সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিগগিরই তিনি চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে বর্তমান দুটি সরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। লাইফ এবং নন লাইফ বিমা কোম্পানিগুলো মিলে বছরে ১৩৫ বিলিয়ন টাকা লেনদেন হয়।

দেশে বিমা খাতের ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সরকার ২০১১ সালে বিমা অধিদপ্তরকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।