ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশ থেকে অনলাইনে কেনাকাটায় ৩০০ ডলারের বেশি পেমেন্ট নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ২০, ২০২০
বিদেশ থেকে অনলাইনে কেনাকাটায় ৩০০ ডলারের বেশি পেমেন্ট নয়

ঢাকা: বিদেশ থেকে পণ্য ও সেবা ক্রয়ের জন্য এককালীন ৩০০ ডলারের বেশি পেমেন্ট করা যাবে না।  

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ বৈদেশিক মূদ্রানীতি বিভাগ থেকে এবিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে নামী ও নির্ভরযোগ্য উত্স থেকে পণ্য এবং পরিষেবাদি (যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ই-বুকস ইত্যাদি) কেনার বিরুদ্ধে, পত্রিকা/ সংবাদপত্রের সাবস্ক্রিপশন ফি ও অন্যান্য বৈধ পণ্য এবং পরিষেবাদি (নিষিদ্ধ ব্যতীত) অনলাইন পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে এককালীন ৩০০ ডলার বা তার বেশি লেনদেন করা যাবে না।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।