ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদকের তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জানুয়ারি ৭, ২০১৮
বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুদকের তলব

ঢাকা: বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৭ জানুয়ারি) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বাচ্চুকে  সোমবার (০৮ জানুয়ারি) সকাল ৯টায় হাজির হতে বলা হয়েছে।

 

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের কথা থাকলেও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে এক মাসের সময় চেয়ে দুদকে আবেদন করেন আব্দুল হাই বাচ্চু। এছাড়া ৪ ডিসেম্বর প্রথম ও ৬ ডিসেম্বর দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশন।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭,২০১৮
এসজে/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।