ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ‘মেইড ইন পাকিস্তান’ প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, সেপ্টেম্বর ২৩, ২০২৫
আইসিসিবিতে ‘মেইড ইন পাকিস্তান’ প্রদর্শনী শুরু মেইড ইন পাকিস্তান’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান | ছবি: শাকিল আহমেদ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘মেইড ইন পাকিস্তান’ প্রদর্শনী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

 

এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন শিল্পখাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরি করা।

আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ প্রদর্শনীর উদ্বোধন করেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও হাসান আরিফ। স্বাগত বক্তব্য দেন পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির (পিএইআই) চেয়ারম্যান ফাহাদ বারলাস।

ফাহাদ বারলাস বলেন, “তৃতীয়বারের মতো বাংলাদেশে এই আয়োজন হচ্ছে। তবে দুঃখজনকভাবে দীর্ঘদিন পর আবার আয়োজন সম্ভব হলো। এবার প্রায় ৮০ কোম্পানি পোশাক, খাদ্য, অ্যাক্সেসরিজসহ নানা খাতে অংশ নিচ্ছে। গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে। যদি এফটিএ বা পিটিএ বাস্তবায়ন করা যায় তবে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা সম্ভব। ”

পিএইআই-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এম. খুরশিদ বারলাস বলেন, “সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মিল থাকলেও আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক এখনও সীমিত। অথচ আঞ্চলিক ভোক্তা বাজারের আকার অনেক বড়। যথাযথ উদ্যোগ নিলে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য এক বছরের মধ্যে দশগুণ বৃদ্ধি সম্ভব। ”



সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, “এই প্রদর্শনী শুধু বাণিজ্যমেলা নয়, বরং দুই দেশের সংস্কৃতি ও শিল্পের বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ট্যুরিজম, সেবা খাত ও ফিনটেকেও যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে। ”

ইপিবি চেয়ারম্যান হাসান আরিফ বলেন, “দক্ষিণ এশিয়ার বাণিজ্যে অপার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ মাত্র ৬০টি দেশে চার বিলিয়ন ডলার রপ্তানি করে, যা মোট রপ্তানির মাত্র চার শতাংশ। পাকিস্তানি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নতুন অনেক সম্ভাবনার দিক উঠে এসেছে। এখনই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর উপযুক্ত সময়। ”

প্রদর্শনীতে তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের উদ্ভাবনী ও গতিশীল ব্যবসায়ের প্রতিনিধিত্ব করছে, যারা বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে আগ্রহী।

এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।