ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘বাংলা‌দেশ সিমেন্ট উৎপাদ‌নে স্বয়ংসম্পূর্ণ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, ডিসেম্বর ৫, ২০১৫
‘বাংলা‌দেশ সিমেন্ট উৎপাদ‌নে স্বয়ংসম্পূর্ণ’ বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহমেদ

ঢাকা: বাংলা‌দেশ সি‌মেন্ট উৎপাদ‌নে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ক‌রে‌ছে ব‌লে জানিয়েছেন বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহমেদ।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কেন্দ্রে ক্রাউন সি‌মে‌ন্টের ২০ বছর পূ‌র্তি উপল‌ক্ষে এক জমকা‌লো অনুষ্ঠা‌নে তি‌নি এ তথ্য জানান।



মন্ত্রী ব‌লেন, ১৯৯৬ সা‌লে শেখ হা‌সিনা আমা‌কে বা‌ণিজ্য ও শিল্প মন্ত্রণাল‌য়ের দা‌য়িত্ব দি‌য়ে‌ছি‌লেন। তখন দেশে ৯ লাখ টন সি‌মেন্ট উৎপাদন ক্ষমতা ছিল। ২০০১ সা‌লে এর প‌রিমান দাঁড়ায় ৭০ লাখ টন । সি‌মেন্ট উৎপাদ‌নের কাঁচামাল আমদা‌নি সহজ ক‌রে‌ছি বলে এ খাত আজ‌ স্বয়ংসম্পূর্ণতা অর্জন ক‌রে‌ছে। এখন অ‌নেক দে‌শে আমাদের সি‌মেন্ট রফতা‌নি হ‌চ্ছে। এর পা‌শাপা‌শি কাগজ ও অন্যান্য শি‌ল্পে বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে।

বর্তমানে দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পোশাক শিল্প, রে‌মি‌টেন্স, গড় আয়ুতে পা‌কিস্তা‌নে‌র চেয়ে এগিয়ে আছে, বলেন তোফায়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্রাউন সি‌মেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা প‌রিচালক খ‌বিরু‌দ্দিন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ঘোষণা ক‌রে ক্রাউন সি‌মেন্টের চেয়ারম্যান ব‌লেন, আমাদের কোম্পানির অগ্রযাত্রা শুধু দে‌শের ম‌ধ্যেই সীমাবদ্ধ নেই, সারা দু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়েছে। ক্রাউন সি‌মেন্ট এখন স্বপ্ন দেখ‌ছে দে‌শের অর্থনী‌তি‌কে মজবুত করার।

তি‌নি আরও ব‌লেন, ট্রান‌জি‌টের মাধ্য‌মে কলকাতা হ‌য়ে ভার‌তের সে‌ভেন সিস্টা‌রে যেসব ট্রাক চলাচল কর‌বে তার মাশুল বে‌শি ধর‌তে হ‌বে, তা না হ‌লে আমা‌দের দে‌শের সি‌মেন্ট শিল্প ধ্বংস হ‌বে। আসাম ও ত্রিপুরায় সি‌মেন্ট রফতা‌নি কর‌তে পার‌বো না।

অনুষ্ঠা‌নে হা‌ঙ্গে‌রি অ‌র্কেস্ট্রা দ‌লের স‌ঙ্গে সংগীত প‌রি‌বেশন ক‌রেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

বাংলা‌দেশ সময়: ০০৩২ ঘণ্টা, ডি‌সেম্বর ৫, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।