২০২৬ সালের জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় জি-টু-জি প্রক্রিয়ায় আমদানি এবং এক কোটি ই-পাসপোর্টে কাঁচামাল, ৫৭ লাখ ই-পাসপোর্ট বুকলেট সরাসরি চুক্তি পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২২ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৪তম বৈঠকে প্রস্তাবগুলোর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দুটি প্রস্তাব উত্থাপিত হলে দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৬ পঞ্জিকাবর্ষের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় জি-টু-জি প্রক্রিয়ায় ক্রয়ের/আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ১ এর আওতায় এক কোটি ই-পাসপোর্ট কাঁচামাল (আপদকালীন সময়ে প্রয়োজন সাপেক্ষে সর্বোচ্চ ৫০ লাখ ই-পাসপোর্ট কাঁচামাল থেকে ই-পাসপোর্ট বুকলেট Swap সহ), ৫৭ লাখ ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি চুক্তি পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
জিসিজি/এমজেএফ