ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কুতুবদিয়ায় ভিড়ল ৫২ হাজার টন গম নিয়ে রুশ জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
কুতুবদিয়ায় ভিড়ল ৫২ হাজার টন গম নিয়ে রুশ জাহাজ গমবাহী এমভি পার্থ জাহাজ

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫শ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩. ০১. ০০০০. ০৯৩. ৪৬. ০২৩. ২৫-৬২৯ (প্যাকেজ-১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ টনের মধ্যে ৩১ হাজার ৫শ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।