ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপ্রিলের বেতন দিতে পারেনি ৩০ পোশাক কারখানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মে ২৬, ২০২৫
এপ্রিলের বেতন দিতে পারেনি ৩০ পোশাক কারখানা পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিকেরা। ফাইল ছবি

ঢাকা: তৈরি পোশাকশিল্পে এপ্রিল মাসে দুই হাজার ৯২টি কারখানা চালু ছিল। এসব কারখানার মধ্যে বেতন-ভাতা পরিশোধ করেছে দুই হাজার ৬২টি।

বাকি ৩০টি কারখানা এখনো এপ্রিলের বেতন-ভাতা দিতে পারেনি।

সোমবার (২৬ মে) দুপুরের দিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একটি সূত্র এসব তথ্য জানায়।

এসব কারখানার পর্যাপ্ত কার্যাদেশ না থাকা, ব্যাংকের সঙ্গে লেনদেনে সমস্যা এবং নানা অসন্তোষের কারণে সময়মতো শিপমেন্ট করতে না পারায় এ সব কারখানা বেতন দিতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কারখানা মালিক বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অসন্তোষের প্রভাব কারখানায় এসে পড়েছে। মব ভায়োলেন্সের কারণে এ বেশ কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদুল আযহার ঈদ বোনাস পেয়েছে ৮১৮ কারখানার শ্রমিক-কর্মচারী, যা মোট কারখানার ৩৮ দশমিক ৯১ শতাংশ। এখনো ৬১ শতাংশ কারখানা ঈদ বোনাস দেয়নি। চলতি সপ্তাহের মধ্যে প্রায় সকল কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে খাত সংশ্লিষ্টরা।

সোমবার সর্বোচ্চ ৮৪৭টি তৈরি পোশাক কারখানা চালু আছে গাজীপুর-ময়মনসিংহ এলাকায়। এরপরেই ৩৯৫টি কারখানা চালু রয়েছে আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে। আর চট্টগ্রাম এলাকায় খোলা রয়েছে ৩৪২টি কারখানা।  

জেডএ/এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।