ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জেঁকে বসেছে শীত, ঠাণ্ডায় কাঁপছে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
জেঁকে বসেছে শীত, ঠাণ্ডায় কাঁপছে কলকাতা

কলকাতা: ভারতে আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় হু হু করে উত্তরে হাওয়া ঢুকছে পশ্চিবঙ্গে। এর জেরে অনেকটাই তাপমাত্রা কমেছে কলকাতায়।

 

শুক্রবার (১৭ ডিসেম্বর) এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  

পরিসংখ্যান বলছে, চলতি বছরে এ দিনই ডিসেম্বরের সবচেয়ে শীতলতম দিন। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। ফলে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগে জেঁকে পড়বে ঠাণ্ডা। এদিন আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে।

তবে মৌসুমের শুরুতে শীত ইঙ্গিত দিলেও একটানা নিম্নচাপ এবং বৃষ্টিতে বেশ কিছুদিন অধরাই রয়ে গিয়েছিল শীত। তবে বাধা কাটিয়ে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল হতেই শীতের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।

আবহাওয়াবিদরা বলছেন, আরও নামবে পারদ। বড়দিন ও নতুন বছর শুরুর আগেই তাপমাত্রা বেশ খানিকটা কমবে। ফলে ঠাণ্ডা উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী।

কলকাতার আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। ফলে শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমবঙ্গে। পাশাপাশি মেঘমুক্ত আকাশ হওয়ার কারণে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় নামবে পারদ। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে পারদ বেশি নামবে। এখনই হাঁড় কাঁপানো ঠাণ্ডার অনুভূতি মিলছে দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ম তাপমাত্র ১০ ডিগ্রিতে নেমে গেছে। আগামী কয়েকদিনে গোটা পশ্চিমবঙ্গে বেশ ঠাণ্ডা টের পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।