ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় জাল রুপিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুন ৫, ২০২১
ভারতীয় জাল রুপিসহ আটক ২ ...

আগরতলা (ত্রিপুরা): আগরতলার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে চল্লিশ হাজার রুপির ভারতীয় জাল নোটসহ দুই যুবককে আটক করেছে।

শনিবার (৫ জুন) আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ শংকর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে স্থানীয় সময় দেড়টার দিকে রাজধানীর বেলাবর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে মোট ২০টি ভারতীয় দুই হাজার রুপি জাল নোট জব্দ করা হয়। সেই সঙ্গে তাদের মোটরসাইকেলও জব্দ করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।