ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পালিত হচ্ছে নেতাজির ১২১তম জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ভারতে পালিত হচ্ছে নেতাজির ১২১তম জন্মদিন ভারতজুড়ে পালিত হচ্ছে সুভাষ চন্দ্র বসুর জন্মদিন

কলকাতা: ভারতে যথাযোগ্য মর্যাদায় পলিত হচ্ছে দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্মদিন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে ভারতজুড়ে দিনটি পালিত হচ্ছে।
 
জন্মদিনে সুভাষ বসুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


 
রাজনীতিবিদরা ছাড়াও সমাজের সকল পেশার মানুষরা ভারতে এই দিনটিকে বিশেষ সম্মানের সঙ্গে পালন করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইট বার্তায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেছেন, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য। তিনি জানিয়েছেন এবার থেকে নেতাজি এবং তার অন্তর্ধান সংক্রান্ত সমস্ত ক্লাসিফায়েড ফাইল পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে।
 
প্রতিটি সরকারি কার্যালয় ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে এই মহান দেশ প্রেমিকের জন্মদিন। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠন, ক্লাবসহ নানা প্রতিষ্ঠানে এই দিনটিকে আলাদা ভাবে পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।