ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় গুলি ও বিপুল পরিমাণে মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আগরতলায় গুলি ও বিপুল পরিমাণে মাদক জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ‌ত্রিপুরার আগরতলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে ৫৬ প্যাকেট হেরোইন ও কিছু খোলা হেরোইন, ৫শ ৩৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ‌‌‘কোরেক্স’ ও থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করে ত্রিপুরা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পশ্চিম আগরতলা থানার মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অশোক সিনহা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার মাস্টার পাড়ার বাসিন্দা অভিজিৎ সাহার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

এসময় মাদক বিক্রির দায়ে অভিজিৎ সাহাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মাদক বিক্রির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শর্মিষ্ঠা চক্রবর্তী, ও পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নারায়ণ সাহা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসসিএন/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।