ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তিন বান্ধবীর বিষপান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, মার্চ ২৮, ২০১৬
ত্রিপুরায় তিন বান্ধবীর বিষপান

আগরতলা: ত্রিপুরায় একই সঙ্গে তিন বান্ধবী বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে। বর্তমানে তারা আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

সোমবার (২৮ মার্চ) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় তিন বান্ধবী ত্রিপুরার বিশাখা এলাকায় ভাড়া বাড়িতে বিষপান করে। পরে এক বান্ধবী তাদের বিষপানের খবর মোবাইল ফোনে এক বন্ধুকে জানালে বিষয়টি সবার নজরে আসে।

তিনজনই ত্রিপুরার গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ী স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী।

তাদের আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণে তারা বিষপান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।