ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা যাচ্ছেন বিএইচপির সর্বভারতীয় সভাপতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ত্রিপুরা যাচ্ছেন বিএইচপির সর্বভারতীয় সভাপতি

আগরতলা (ত্রিপুরা): তিনদিনের সফরে ত্রিপুরায় আসছেন বিশ্ব হিন্দু পরিষদের (বিএইচপি) সর্বভারতীয় সভাপতি প্রবীণ তোগাড়িয়া।  

শুক্রবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।



সূত্র বলছে, ২৭ জানুয়ারি সফর শুরু করবেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সভাপতি প্রবীণ তোগাড়িয়া। সফরকালে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদসহ ও এসএস-এর নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

২৮ জানুয়ারি রাজ্যের উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায় বিএইচপি পরিচালিত একটি স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। এরপর সমাবেশে বক্তব্য দেবেন প্রবীণ তোগাড়িয়া।

ওইদিনই যাবেন উত্তর জেলার সদর এলাকার ধর্মনগরে, সেখানেও তিনি সংঘ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

ধর্মনগর থেকে প্রবীণ তোগাড়িয়া যাবেন ঊনকোটি জেলার কুমারঘাটে, সেখানে নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তিনি।

সবশেষ ২৯ জানুয়ারি আগরতলা ফিরে ওইদিনই রাজ্য ত্যাগ করবেন এই সর্বভারতীয় বিএইচপি নেতা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।