ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিদ্যালয় চলো অভিযান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জানুয়ারি ২, ২০১৬
ত্রিপুরায় বিদ্যালয় চলো অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ৬ থেকে ১৪ বছরের যেসব শিশু স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে স্কুলে নিয়ে আসার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে বিদ্যালয় চলো অভিযান – ২০১৬।

শুক্রবার (১ জানুয়ারি) শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ২০১৬ পর্যন্ত।

এ কর্মসূচির স্লোগান– ‘পড়াশোনার বয়স নেই, পড়াশোনায় লজ্জা নেই’।

এ অভিযানে একদিকে যেমন স্কুলছুট শিশুদের চিহ্নিত করে তাদের নিকটবর্তী স্কুলে নিয়ে আসা হচ্ছে, তেমনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার (২ জানুয়ারি) আগরতলার কুঞ্জবন এলাকায় শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করে আরবান রিসোর্স সেন্টার ও হেনরি ডিরোজিও একাডেমি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।