ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ত্রিপুরা সিপিআই (এম) এর প্রতিনিধি দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কলকাতায় ত্রিপুরা সিপিআই (এম) এর প্রতিনিধি দল

আগরতলা: রোববার (২৭শে ডিসেম্বর) থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিআই (এম) দলের পার্টি প্লেনাম। চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

এই প্লেনামে ত্রিপুরা রাজ্য থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও আরো ১৯ জন সদস্য যোগ দিচ্ছেন।

ত্রিপুরা রাজ্য থেকে সিপিআই (এম) দলের একমাত্র পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার (২৫শে ডিসেম্বর) বিকেলেই বিমানে কলকাতা চলে যান।

রাজ্যের প্রতিনিধি দলের বাকি সদস্যরা শনিবার (২৬শে ডিসেম্বর) কলকাতা যান।

২৭শে ডিসেম্বর প্লেনামের প্রথম দিন কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হবে সমাবেশ। এই সমাবেশে দলের অন্য সকল নেতৃত্বের সঙ্গে বক্তব্য রাখবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও।

প্লেনামে মূলত আগামী দিনে দলের নীতি নির্দেশিকা কি হবে তা স্থির করবেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।