ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
অস্ত্র মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম: সন্দ্বীপ থানার একটি দোকানের পাশ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. রহমান নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম  কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় দেন।

 

কারাদণ্ডপ্রাপ্ত মো. রহমান সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর রাতে সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের বাগাইর গো এলাকার একটি দোকানের পাশ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

পরে অভিযুক্ত মো. রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই মামলা দায়ের করে পুলিশ।  

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, সন্দ্বীপে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. রহমান নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় এ রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।