চট্টগ্রাম: নগরের ব্রিজ ঘাটে প্রায় ৪ লাখ টাকার ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীদের বোট থেকে অবৈধ অকটেন নামাতে দেখা যায়।
জব্দ করা অকটেন এবং আটক পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এআর/পিডি/টিসি