ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাঁশখালীর সরল ইউনিয়নে সংরক্ষিত দুই মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  

বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিনজিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী বক প্রতীকের রাশেদা বেগমের কর্মী-সমর্থকদের সঙ্গে কলম প্রতীকের প্রার্থী আবিদা সুলতানার কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। এসময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে নিজেদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে জানতে সরল ইউনিয়নে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
 
তবে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, সংরক্ষিত দুই নারী প্রার্থীর সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হাতাহাতিতে জড়ায়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।