ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৪
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।

যা গতবার ছিল ১১ হাজার ৪৫০ জন।  

গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ও জিপিএ কমেছে ।

পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৮২৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে ১৩৭ জন শিক্ষার্থী।

রোববার (১২ মে) সকাল ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১২, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।