ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় তারা বিক্ষোভ করে।

এসময় সড়কে যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে আমরা আন্দোলন করছি।

এই আন্দোলনে ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন যুক্ত হয়। আমরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। যে কোনও দাবি নিয়ে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সাইফুর রুদ্র, মিরাজ উদ্দিনসহ কয়েকজনকে আটক করে।  

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের আন্দোলনের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।