ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে কনটেইনার ডেলিভারির ধুম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, অক্টোবর ২০, ২০২৫
বন্দরে কনটেইনার ডেলিভারির ধুম ফাইল ছবি

চট্টগ্রাম: নতুন ট্যারিফ শিডিউল কার্যকরকে ঘিরে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কেটে যাওয়ায় কনটেইনার ডেলিভারির ধুম পড়েছে। লরি, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার মালিকদের গাড়ি না চালানো এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের চার ঘণ্টার কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছিল।

 

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানিয়েছিলেন, কর্মবিরতি বা ধর্মঘট নয়, প্রাইম মুভার মালিকরা ৫৭ টাকার পাস ২৩০ টাকা করায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। ১৪ অক্টোবর রাত থেকেই আমাদের ট্রেইলার চলাচল করছে না।

 

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ বৈঠক করে যানবাহন খাতে নতুন ট্যারিফ শিডিউল অনুযায়ী বর্ধিত গেট পাস ফি স্থগিতের ঘোষণা দিলে বিকেলে ক্রমে স্বাভাবিক হয় বন্দর থেকে পণ্য ডেলিভারি।  

বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটা থেকে পরের ২৪ ঘণ্টায় রোববার সকাল আটটা পর্যন্ত বন্দর থেকে কনটেইনার ডেলিভারি নেমে এসেছিল ২৯৫টিতে। রোববার সকাল আটটা থেকে পরের ২৪ ঘণ্টায় সোমবার সকাল আটটা পর্যন্ত যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৪২টিতে। যদিও এ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৭ ঘণ্টা বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধই ছিল। সংশ্লিষ্টদের আশা, আমদানিকারকদের অ্যাসাইনমেন্ট বেশি থাকায় মঙ্গলবার সকাল আটটার মধ্যে আরও বেশি কনটেইনার ডেলিভারি হবে।  

চট্টগ্রাম বন্দরে ৫৯ হাজার টিইইউস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার ধারণক্ষমতার বিপরীতে রোববার সকাল আটটায় কনটেইনার ছিল ৪৪ হাজার ৫৭৭ টিইইউস। সোমবার সকালে তা কমে দাঁড়ায় ৪৩ হাজার ৯৪৭ টিইইউস।  

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নেভি কনভেনশন হলে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফ সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি সিঅ্যান্ডএফ এজেন্টরা চার ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলেও ঘোষণা দেন।  

চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোবারক আলী বাংলানিউজকে বলেন, বন্দর কর্তৃপক্ষ বর্ধিত গেইট পাস স্থগিত ও প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।