ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, অক্টোবর ৮, ২০২৫
মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল খ্যাত চট্টগ্রাম প্রেস ক্লাবে তাঁর সহযোদ্ধারা তাঁকে শেষ বিদায় জানান।

 

প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।  

জানাজা পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অঞ্জন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক, মাহবুব উর রহমানসহ অনেক সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

জানাজা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।