চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার টার্ফ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জুবায়ের উদ্দিন নিহতের মামলায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান প্রকাশ আলফাজসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হন। স্থানীয়দের বরাতে জানা যায়, টার্ফ দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় নগরের চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নিহত জুবায়ের ছাত্রদলের কর্মীও ছিলেন বলে জানা গেছে।
এমআই/পিডি/টিসি