চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে চট্টগ্রামের পুলিশ ও সিভিল প্রশাসন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দেওয়ান বাজারের নগর জামায়াতের কার্যালয়ে (বিআইএ) অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামে মোড়ে মোড়ে ট্রাফিক অব্যবস্থাপনার কারণে মূল্যবান অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় তিনি আসন্ন চাকসু নির্বাচনের সফলতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সব মহলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবুহেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ ও মাহমুদুল আলম।
বিই/টিসি