চট্টগ্রাম: পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও সমাজসেবক মো. লোকমান হোসেন কন্ট্রাক্টর আর নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, লোকমান কন্ট্রাক্টর ছিলেন সৎ, ত্যাগী ও নিবেদিত একজন রাজনীতিবিদ। সামাজিক যেকোনো কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার অবদান দীর্ঘদিন মনে রাখবে। দলের দুঃসময়েও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন।
আমীর খসরু মরহুমের রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এআর/টিসি/জেএইচ