ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুলাই ৭, ২০২৫
মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া হোম মেইড ফুডসকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

 

সোমবার (৭ জুলাই) নগরের খুলশী ওয়্যারলেস এলাকার এ হোটেলে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।  

তিনি বাংলানিউজকে বলেন, মেম্বার হোটেলে খাদ্যপণ্য ঢেকে না রাখা, খাদ্যপণ্যে তেলাপোকার বাচ্চা পড়ে থাকা, রান্নাঘরে প্রচুুর তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

 

পাশের হোম মেইড ফুডস নামের বেকারিকে নোংরা আবর্জনা, কারখানায় পোকামাকড় থাকা, বিস্কুট তৈরির ডো বা মণ্ডে পোকা মেশানো পাওয়া, পোকাসহ পাউরুটি তৈরি, অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ ব্যবহারের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারখানা সিলগালা করা না হলেও সাত দিন উৎপাদন বন্ধের আদেশ দেওয়া হয়েছে। উৎপাদনে যাওয়ার মতো পরিবেশ উন্নত করার সাত দিন পর আমাদের জানালে আমরা পরিদর্শন করে অনুমতি দেব। তার আগে উৎপাদনে যেতে পারবে না প্রতিষ্ঠানটি।  

তিনি জানান, পাহাড়তলী বাজারের বারকোয়াটার বনফুলের এক পরিবেশককে পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজস্ব প্রডাক্টে মেশিনে সিল না দিয়ে স্টিকারে তুলে ফেলা যায় এমনভাবে মেয়াদ দেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টিকার তুলে নতুন স্টিকার বসানোর আশঙ্কা রয়েছে।  

জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।