ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেওদীঘি স্কুলের সভাপতি তারেক হোছাঈন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, মে ২৪, ২০২৫
দেওদীঘি স্কুলের সভাপতি তারেক হোছাঈন  ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।

সম্প্রতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এছাড়া মো. ইলিয়াছ শিক্ষক প্রতিনিধি সদস্য এবং মোহাম্মদ ইলিয়াছ অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন।

অ্যাডহক কমিটির সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাতকানিয়া উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কমিটির সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব ইনশাআল্লাহ। এটিকে সাতকানিয়া উপজেলার একটি মডেল স্কুল হিসেবে উপহার দিতে চেষ্টা করে যাব। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করছি।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।