ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে তালের পাহাড়, দুই ট্রাক জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, মে ২২, ২০২৫
সড়কে তালের পাহাড়, দুই ট্রাক জব্দ

চট্টগ্রাম: সড়ক-নালায় মৌসুমি ফল তাল রেখে জনভোগান্তি সৃষ্টি করায় দুই ট্রাক তাল জব্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বৃ্হস্পতিবার (২২ মে) নগরের বিআরটিসি মোড়ে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এ অভিযান পরিচালনা করেন।

 

অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিআরটিসি মোড়ে অবৈধভাবে সড়ক ও নালায় তাল রাখায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে তালগুলো সরিয়ে নিতে বুধবার ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং তালগুলো সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

প্রাথমিকভাবে ব্যবসায়ীরা তালগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে সরিয়ে না নেওয়ায়  অভিযান চালিয়ে দুই ট্রাক তাল জব্দ করা হয় এবং নালায় পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।  

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে বাকলিয়া এক্সেস রোডে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী রেখে ও দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে নয়জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।  

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং নির্মাণসামগ্রী তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।