চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর সিফাত (১৭) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজারের উখিয়া থানার ছেপটখালী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কের ঢালাই শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, শনিবার (১৭ মে) বিকেল ৪টায় সিফাত তার বন্ধু মোবারককে নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাটে ঘুরতে যায়। এ সময় তারা সমুদ্রে গোসল করতে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর স্রোতের মুখে পড়ে সমুদ্রে তলিয়ে যায়। এসময় সে ফেরিঘাটে থাকা লোকজনের কাছে তাকে বাঁচাতে সাহায্য চায়। কিন্তু স্রোতের কারণে তারা ব্যর্থ হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে চেষ্টা করে ব্যর্থ হন। এরপর যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিস। রোববার (১৮ মে) সকালে নিখোঁজ কিশোরের মরদেহ বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় ভেসে ওঠে।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে রাতভর চেষ্টা চালায়। কিন্তু উত্তাল ঢেউ আর জোয়ারের কারণে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হয়। রোববার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়। নিখোঁজের ১৮ ঘণ্টা পর সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৮, ২০২৫
এসি/টিসি