চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না করে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এনিয়ে কালক্ষেপণ করার কোন সুযোগ নেই।
শুক্রবার (২ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলার কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, সীতাকুণ্ড শিল্পাঞ্চল কিন্তু সীতাকুণ্ডবাসীর কর্মসংস্থান হয় না।
কুমিরা ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ তাহের, সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি আবু হোসেন, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২, ২০২৫
পিডি/টিসি