ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

২০২৩ আইপিএলেও খেলবেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, মে ২০, ২০২২
২০২৩ আইপিএলেও খেলবেন ধোনি

এবারের আসরে আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। তবে আগামী আসরের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তারা।

আগামী মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দলের সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন ধোনি।

আজ (২০ মে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে টসের পর ধোনিকে চেন্নাই দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন স্টার স্পোর্টসের সাংবাদিক ইয়ান বিশপ। জবাবে ধোনি বলেন, অবশ্যই আমি আগামী মৌসুমে আইপিএলে খেলবো। এটার কারণ খুবই সাধারন, চেন্নাইয়ের হয়ে না খেললে এই দলের সমর্থকদের প্রতি অন্যায় হবে। ’ ৪১ বছর বয়েসি ধোনি আরও বলেন, ‘আমি চেষ্টা করবো নিজেকে ফিট রাখতে এবং আগামী মৌসুমে চেন্নাইকে আরও ভালো কিছু উপহার দিতে। তবে ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। দলের সঙ্গে শুধু খেলোয়াড় না অধিনায়ক হিসেবেই থাকতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।