ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মুমিনুল-তামিমদের সঙ্গে যোগ দিলেন সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, আগস্ট ২৯, ২০২০
মুমিনুল-তামিমদের সঙ্গে যোগ দিলেন সোহান নুরুল হাসান সোহান/ছবি: শোয়েব মিথুন

করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই অনুশীলনের শুরু থেকেই খুলনাতে অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান।

 

তবে এবার তামিম-মুমিনুলদের সঙ্গে ঢাকায়ও অনুশীলন শুরু করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শনিবার (২৯ আগস্ট) মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ ধাপের শেষ দিনে অনুশীলনে যোগ দিয়েছেন সোহান। সকালে সাড়ে ৮টার দিকে এসে শের-ই-বাংলার ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মূল মাঠে রানিং করে ফিরে গেছেন।

এছাড়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যথাসময়ে অনুশীলন করেছেন।  

এছাড়া বোলাদের মধ্যে তাইজুল ইসলাম অনুশীলন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ