ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

করাচি টেস্টে ছিটকে গেলেন লঙ্কান রাজিথা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
করাচি টেস্টে ছিটকে গেলেন লঙ্কান রাজিথা করাচি টেস্টে ছিটকে গেলেন লঙ্কান রাজিথা

হ্যামিস্ট্রিং স্ট্রেইনের কারণে পাকিস্তানের বিপক্ষে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার কাসুন রাজিথা। রাওয়ালপিন্ডিতে চোটের কারণে পঞ্চম দিনে মাত্র ছয় ওভার করতে পারেন তিনি। যদিও বৃষ্টির কারণে টেস্টর বেশির ভাগ সময় বাদ হওয়া এই ম্যাচে শান মাসুদের উইকেটটি পান রাজিথা।

এই সিরিজে দ্বিতীয় লঙ্কান ফাস্ট বোলার হিসেবে বাদ পড়লেন রাজিথা। এর আগে ডেঙ্গুর কারণে সিরিজের প্রথমেই ছিটকে যান সুরাঙ্গা লাকমল।

এদিকে রাজিথা স্কোয়াড থেকে বাদ পড়ায় এখন লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দোর ওপরই ভরসা করতে হবে সফরকারী শ্রীলঙ্কাকে। লাকমালের পরিবর্তে ২২ বছর বয়সী আসিথা ফার্নান্দো এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন।

লঙ্কান টিম ম্যানেজমেন্ট অবশ্য নিশ্চিত করেছেন রাজিথার পরিবর্তে আর কোনো খেলোয়াড় নেওয়া হবে না।

আগামী ১৯ ডিসেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।