ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বরিশালে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বরিশালে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বরিশাল: বরিশালে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের বান্দরোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথিরা।

চট্টগ্রাম ও সিলেট জেলার মধ্যকার খেলার একটি দৃশ্য।  ছবি: বাংলানিউজ আঞ্চলিক পর্যায়ের এ ক্রিকেট খেলার প্রথম দিন চট্টগ্রাম ও সিলেট জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।