ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপের ট্রফি উন্মোচন: কী বললেন লিটন-সূর্যকুমার-রশিদরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
এশিয়া কাপের ট্রফি উন্মোচন: কী বললেন লিটন-সূর্যকুমার-রশিদরা ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী আট দলের অধিনায়করা। বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের সঙ্গে ছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের সালমান আলি আগা, হংকংয়ের ইয়াসিম মোর্তাজা এবং নবাগত ওমানের অধিনায়ক যতিন্দর সিং।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রেসিডেন্ট মহসিন নকভীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে অধিনায়করাও তাদের দলীয় প্রস্তুতি, প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে কথা বলেন।  

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘সাম্প্রতিক সময়ের সিরিজেগুলোতে আমরা ভালো করেছি, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এশিয়া কাপে সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। ’

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘টি-টোয়েন্টি এমন ফরম্যাট যেখানে যে কোনো দল বড় দলের বিপক্ষে চমক দেখাতে পারে। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ। ’

আফগান অধিনায়ক রশিদ খান যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য মাঠে সর্বোচ্চ শ্রম দেওয়া। অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই। কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেবে। ’

পাকিস্তানের সালমান আলি আগা বলেন, ‘আমরা নতুন করে দল গঠন করছি। গত কয়েক মাসে দারুণ ক্রিকেট খেলছি, সবাই খুব উচ্ছ্বসিত। ’

এবারই প্রথম এশিয়া কাপে জায়গা পাওয়া ওমানের অধিনায়ক যতিন্দর সিং বলেন, ‘এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নেওয়া আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। খেলোয়াড়রা ভীষণ উচ্ছ্বসিত। ’ 

এবারের এশিয়া কাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে আবু ধাবির মাঠে খেলবে আফগানিস্তান ও হংকং।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ