ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

৩ উইকেট হারিয়ে দেড়শ পার টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, ডিসেম্বর ১১, ২০১৮
৩ উইকেট হারিয়ে দেড়শ পার টাইগারদের ৩ উইকেট হারিয়ে দেড়শ পার টাইগারদের-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

৩৩ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর মাঝে ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ৬৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৫০ রান করে উইন্ডিজ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। আর ৮০ বলে ৫ চারে ৬২ রান করে ওশানে থমাসের বলে আউট হয়েছেন টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেওয়া মুশফিক। এর আগে শুন্য রানে বিদায় নিয়েছেন ইমরুল আর ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ