ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

নিজেদের মাঠেই হারলো বিকেএসপির মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, নভেম্বর ১২, ২০১৭
নিজেদের মাঠেই হারলো বিকেএসপির মেয়েরা ছবি: সংগৃহীত

বিকেএসপিতে শুরু হয়েছে বিকেএসপি ও নেপাল প্রমীলা দলের মধ্যকার ৪ ম্যাচ সিরিজের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। সিরিজের প্রথম ম্যাচে নেপাল ৬ উইকেটে বিকেএসপিকে পরাজিত করে শুভ সূচনা করেছে।

রোববার (১২ নভেম্বর) বিকেএসপির ১ নং ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৯.৫ ওভারে ৬৯ রান করে অলআউট হয় বিকেএসপি।

বিকেএসপির সুবহানা মুস্তারী ১৬ ও সুমাইয়া ইরিন ১০ রান করেন। নেপালের নারায়ন থাপা ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নিয়ে বিকেএসপির ব্যাটিং লাইনে ধস নামান।

জবাবে নেপাল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

নেপালের জৈতি পন্ডের অপরাজিত ৩৪ রান ও নারায়ন থাপার ১৫ রান জয়ে মুখ্য ভূমিকা রাখে। খেলা শেষে নেপালের নারায়ন থাপাকে ব্যাটিং ও বোলিং এ বিশেষ ভূমিকা রাখায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বিকেএসপির চিফ কোচ মাসুদ হাসান।

সোমবার (১৩ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নেপাল দলটি বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে যোগ্যতা নির্ধারণীর প্রস্তুতি নিতে বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ