ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

তামিমের পর অনুশীলনে ফিরেছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, সেপ্টেম্বর ২৭, ২০১৭
তামিমের পর অনুশীলনে ফিরেছেন সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রস্তুতি ম্যাচে ইনজুরি পড়ায় প্রথম টেস্টে খেলা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। ইতোমধ্যেই কোনো সমস্যা ছাড়াই অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। উদ্বেগ কাটিয়ে আরেক ওপেনার সৌম্য সরকারও মাঠে ফিরেছেন।

তামিম-সৌম্যর শঙ্কামুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)।

পচেফস্ট্রুমে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বেনোনিতে ড্র হওয়া তিনদিনের (২১-২৩ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচটিতে শুরুতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম (১৩ বলে ৫)। দ্রুত রান নিতে গিয়ে পেশীতে টান লাগে। ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পান সৌম্য।

পরে দ্বিতীয় ইনিংসে দু’জনের কেউই ব্যাটিংয়ে নামেননি। প্রথম ইনিংসে ৪৩ রান ফর্মে ফেরার আভাস দেন সৌম্য। রানে ফিরে ইমরুল কায়েস করেন যথাক্রমে ৩৪, ৫১। প্রথম টেস্টের একাদশে ওপেনিং পজিশন নিয়ে তাদের লড়াইটা স্পষ্ট।

সবশেষ ঘরের মাটিতে ১-১ সমতার অস্ট্রেলিয়া সিরিজে দু’জনই ছিলেন নিজেদের ছায়া হয়ে। ওয়ানডাউনে খেলেছিলেন ইমরুল। প্রোটিয়াদের বিপক্ষে তাকে তামিমের সঙ্গী করা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।