ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

তামিমের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, আগস্ট ৩১, ২০১৭
তামিমের জরিমানা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দিন ম্যাথু ওয়েডের সঙ্গে বাকবিতন্ডায় জরানোর জেরে শাস্তি পেতে হলো তামিম ইকবালকে। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে আইসিসি।

বুধবার (৩০ আগস্ট) ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বারেবারে তাদের গ্লাভস পরিবর্তন করায় আম্পায়ারের কাছে ক্রমাগত অভিযোগ করে যান তামিম। এরপর ম্যাথু ওয়েড আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন।

এতে ওয়েডও ক্ষিপ্ত হন। তামিম তাকে হাত নেড়ে ড্রেসিংরুমের পথ দেখান। পরে দু’জনকে ঠান্ডা করতে সাকিব-মুশফিকরা এগিয়ে আসেন। আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আইসিসির আচরণবিধির লেভেল-১ এর আর্টিক্যাল ২.১.১ লঙ্ঘন করাতেই জরিমানার কবলে পড়েছেন তামিম। শাস্তি মেনে নেওয়ায় এ ব্যাপারে আর অানুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার। সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা এবং সঙ্গে একটি বা দু’টি ডিমেরিট পয়েন্ট।

তামিমের নামের পাশে এখন দু’টি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে চারটি বা এর অধিক হলে তা ম্যাচ নিষেধাজ্ঞার পয়েন্টে রূপান্তরিত হবে। এর আগে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।