ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

জয় থেকে অনেক দূরে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জয় থেকে অনেক দূরে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা থেকে: ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের এ ম্যাচে জিততেই হতো। টাইগারদের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সবশেষ বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।



এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছে ১২৬ রান।

জয়ের লক্ষ্যে স্বাগতিকদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তবে, ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন বোল্ড হওয়া ইমরুল কায়েস (১ রান)।

এর আগে  দলীয় ৬৯ রানে প্রথম দুই উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের শেষ বলে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে তুলে মারতে গিয়ে আউট হন ওপেনার সৌম্য সরকার। তিনি ২১ বলে ২৫ রান করে আউট হন।

দলীয় দুই রানের মাথায় ইমরুল কায়েস ফিরে গেলে রানের চাকা ঘোরানোর দায়িত্ব নেন ইনফর্ম সাব্বির এবং সৌম্য। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ খেলতে থাকা সাব্বির রহমান হাফ-সেঞ্চুরির করার পর সিকান্দার রাজার বলে আউট হন। ১১.২ ওভারে মুজারবানির ক্যাচে পরিণত হন এ ইনফর্ম ব্যাটসম্যান। তিনি ৩২ বলে নয় চারে ৫০ রান করেন।

মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসানও ব্যাট হাতে ব্যর্থ হন। মোসাদ্দেক ১৫ ও সাকিব ৩ রানে বিদায় নেন। ১৫তম ওভারে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ (৬ রান)।

আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারী জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে স্প্রিং বকরা।

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও হালকা বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি। পরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা দলের বাইরে থাকায় জিম্বাবুয়ের হয়ে টস করেন হ্যামিলটন মাসাকাদজা।

প্রথম চার ওভারে টাইগারদের বিপক্ষে এক উইকেটে ৪৫ রান তোলেন জিম্বাবুয়ের ওপেনার ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। চতুর্থ ওভারের শেষ বলে মাসাকাদজাকে বিদায় করেন অভিষিক্ত মোহাম্মদ শহীদ। আউট হওয়ার আগে মাসাকাদজা ১৪ বলে ২০ রান করেন।

দুপুর সাড়ে তিনটার পর আবারো বৃষ্টি শুরু হলে ম্যাচ বন্ধ রাখেন ম্যাচের আম্পায়াররা। তার আগে পর্যন্ত ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৭২ রান তোলে জিম্বাবুয়ে। বৃষ্টির বাধায় প্রায় ২২ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা যায়নি।

বৃষ্টির পর আবারো ম্যাচ শুরু হয়। এরপরই সাকিব আন্তজার্তিক ক্রিকেট ক্যারিয়ারের ৪০০তম উইকেট তুলে নেন মুতুমবামিকে ফিরিয়ে দিয়ে। দলীয় নবম ওভারে জিম্বাবুয়ের এ ব্যাটসম্যান আউট হওয়ার আগে করেন ১৯ বলে ২০ রান। দলীয় ৮০ রানে স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়ের দুই উইকেট ফেলে দিলেও বড় সংগ্রহের দিকে যেতে থাকে সফরকারীরা। তবে, আগের ওভারে মুতুমবামিকে ফেরানো সাকিব নিজের পরের ওভারে ওপেনার ভুসি সিবান্দাকে ফিরিয়ে দেন। সিবান্দা আউট হওয়ার আগে করেন ৩৩ বলে ৪৪ রান।

ইনিংসের ১৮তম ওভারে ম্যালকম ওয়ালারকে ফিরিয়ে দেন সাকিব। জিম্বাবুয়ের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ওয়ালার ২৩ বলে ৪৯ রান করেন। ঝড়ো ইনিংস খেলার পথে ওয়ালার দুটি চার আর চারটি ছক্কা হাঁকান।

শেষ ওভারের প্রথম বলে আবু হায়দার রনি এলবির ফাঁদে ফেলেন শেন উইলিয়ামসকে। ২৬ বলে উইলিয়ামস দুটি চার আর একটি ছক্কায় ৩২ রান করেন। একই ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকে ফেরান আবু হায়দার।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব। দুটি উইকেট দখল করেন ৪ ওভারে ৪০ রান খরচ করা আবু হায়দার রনি। একটি উইকেট পান মোহাম্মদ শহীদ।

এ ম্যাচের মধ্যদিয়ে অভিষেক ঘটে মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি ও অলরাউন্ডার মুক্তার আলীর। একাদশে জায়গা ফিরে পান ইমরুল কায়েস।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, পিটার মুর, মুতুমবামি, মুজারাবনি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

** হাফ-সেঞ্চুরি করে ফিরলেন সাব্বির
** সৌম্যকে ফেরালেন ক্রেমার
** সাব্বির ঝড়ে ধুঁকছে জিম্বাবুয়ে
** সৌম্য-সাব্বিরে এগুচ্ছে রানের চাকা
** ব্যাটিংয়ে বাংলাদেশ
** বাংলাদেশের টার্গেট ১৮৮ রান
** সাকিবের তৃতীয় উইকেট, জিম্বাবুয়ে ১৬৯/৪
** আবারো সাকিবের আঘাত
** সাকিবের ৪০০, ফেরালেন মুতুমবামিকে
** বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা
** শহীদের শিকারে সাজঘরে মাসাকাদজা
** টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** তৃতীয় ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।