ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানকে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাকিস্তানকে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দল দ. আফ্রিকার বিপক্ষে খেলবে না বলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে না খেলে পাকিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী অজিরা।



২০১৪ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার বেশ চাপের সম্মুখিন হয় অজিরা। ফলে, নিজেদের প্রমাণের লক্ষ্যে আরেকবার টেস্ট সিরিজ আয়োজনে এগিয়ে আসতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেটি বক্সিং ডে টেস্টেই আয়োজনের চিন্তা করছে দেশটি।

বর্তমান টেস্ট ৠাংকিংয়ে অজিরা তিন নম্বরে রয়েছে। এ প্রসঙ্গে সাদারল্যান্ড জানান, আমরা ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ধুঁকেছি। তারা টেস্টে দারুণ শক্তিশালী একটি দল। তাদের বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়া বেশ চাপের মধ্যে ফেলে দেয়। আমাদের বিশ্বাস টেস্ট ৠাংকিংয়ে পাকিস্তান চার নম্বর অবস্থান ধরে রেখে আমাদের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মাঠে নামতে পারবে। আমাদের সঙ্গে তাদের খুব একটা পয়েন্টের ব্যবধান নেই।

চলতি বছরের নভেম্বরে আগাম সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় সফর করবে দ. আফ্রিকা। বর্তমান টেস্ট দল হিসেবে এক নম্বরে রয়েছে প্রোটিয়ারা। জায়ান্ট দল দুটি প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জানান, আমরা দ. আফ্রিকার জন্য বক্সিং ডে টেস্টকে বেছে নিতে চাচ্ছি না। পাকিস্তানের বিপক্ষে টেস্টটি খেলার পর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট আয়োজনের চিন্তা রয়েছে আমাদের। সেটি নতুন বছরের শুরুতেও হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।