এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার সামনে ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লঙ্কান বোলিং তোপ উপেক্ষা করে আফগানরা দেখিয়েছেন চমক।
টস জিতে ব্যাট হাতে নামলেও শুরুটা যেন দুঃস্বপ্নের মতো। পাওয়ারপ্লের ভেতরেই একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানরা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার- কেউই দাঁড়াতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। স্কোরবোর্ডে তখন মাত্র ৭৯, আফগানিস্তানের ছয় ব্যাটসম্যান সাজঘরে!
এমন সংকট মুহূর্তেই আবির্ভাব ঘটে রশিদ খান আর অভিজ্ঞ সৈনিক মোহাম্মদ নবীর। রশিদের ২৩ বলে ২৪ রানের লড়াকু ইনিংস কিছুটা স্বস্তি দিলেও, আসল নায়ক নবী। ব্যাট হাতে যেন ঝড় তুললেন তিনি!
মাত্র ২২ বলে খেললেন টর্নেডো ইনিংস- ৬০ রান! তিনটি চার আর ছয়টি বিশাল ছক্কায় তিনি যেন গ্যালারি কাঁপিয়ে দিলেন। এক প্রান্ত থেকে পতনের মিছিল চললেও অন্য প্রান্তে নবীর ব্যাটে ছিল রানের ক্ষুধা। তার তাণ্ডবে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ায় আফগানিস্তান।
শেষ পর্যন্ত লঙ্কানদের সামনে দাঁড় করায় ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি আফগানদের চার উইকেট তুলে নেন।
এফবি/এএটি