ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৭৩, ৭৩, ১৭৩!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, নভেম্বর ১১, ২০১৫
৭৩, ৭৩, ১৭৩! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। বরাবরের মতো ব্যাটিংয়ে এক সঙ্গে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

ছিলেন দুইজনই সেঞ্চুরির পথে। কিন্তু তা হলো না।

তবে হলো একই রকম বিদায়, আরও হলো সমপরিমাণ রান নিয়ে ড্রেসিং রুমে ফেরা। আউটের ধরনটিও ঠিক একই রকম ছিল এই দু’ বাঁহাতির।

৯৫ বলে ৭৩ রান করে ইমরুল ফিরলেন সিকান্দার রাজার বলে স্টাম্পিং হয়ে। তার কিছু সময় পর ম্যাচের ৩২ ওভার ২ বলে তামিমও ফেরেন ৯৮ বলে ৭৩ রান করে গ্রায়েম ক্রেমারের বলে স্টাম্পিংয়ে। আরও কাকতালীয় ব্যাপার হলো, তামিম যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন, তখন দলীয় স্কোরকার্ড ১৭৩!

তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয়েছে খেলা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।