ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিলেটের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, অক্টোবর ২৭, ২০১৫
সিলেটের প্রথম জয়

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম জয় পেয়েছে সিলেট বিভাগ। পাঁচ উইকেটে তারা হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।

  প্রথম চার রাউন্ডে একটিতে হার ও তিনটি ম্যাচ ড্র করে সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচের শেষ দিনে ২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাঁচ  উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

এ জয়ে দারুণ ভূমিকা রাখেন সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও শানাজ আহমেদ। ওপেনিং জুটিতে তারা ১৪০ রান যোগ করে জয়ের পথকে সহজ করেন। জাকির হোসেন করেন ৫৫ রান।

চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নেন নাবিল সামাদ।

এর আগে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭২ রানে। ইয়াসির আলি ৮১ ও তাসামুল হক করেন ৭৭ রান। আগের দিনের ৬ উইকেটে ১৮৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। আরও ৮৪ রান যোগ করার পর থামে তাদের দ্বিতীয় ইনিংস।

টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ২৭০ রান করেছিল চট্টগ্রাম। জবাবে সিলেটের প্রথম ইনিংস শেষ হয় ২৮৩ রানে। ১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।