ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘তিন সেঞ্চুরির’ ম্যাচে ফলোঅনে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, অক্টোবর ২৬, ২০১৫
‘তিন সেঞ্চুরির’ ম্যাচে ফলোঅনে ঢাকা ছবি: সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় লিগের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ১৫৩ রানে এগিয়ে রংপুর বিভাগ। ফলোঅনে পড়া ঢাকা বিভাগ নিজেদের ম্যাচ বাঁচাতে লড়ে যাচ্ছে।

চুতর্থ ও শেষ দিনে জয়ের জন্য লড়বে নাসির হোসেনের রংপুর। হাতে ৯ উইকেট নিয়ে লড়তে চাইবে ঢাকা বিভাগও।

চারদিনের ম্যাচের প্রথম দিন শতক হাঁকিয়ে রংপুরের ওপেনার তারিক আহমেদ বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। দ্বিতীয় দিন নাঈম ইসলাম ও ধীমান ঘোষ সেঞ্চুরি করে রংপুরকে নিয়ে যান রানের চূড়ায়। তারিক, নাঈমের পর ধীমান ঘোষের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৪৬৩ রান।

ঢাকা বিভাগের হয়ে দেওয়ান সাব্বির চারটি, নাজমুল ইসলাম তিনটি, মোহাম্মদ শরিফ দু’টি ও মোশাররফ হোসেন একটি উইকেট নেন।

জবাবে ঢাকা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তোলে ২৭৬ রান। ওপেনার জনি তালুকদার ৬ রান করে ফিরলেও আরেক ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪৪ রান। মোশাররফ হোসেন ৩১, রকিবুল হাসান ৭৯, নাদিফ চৌধুরি ১২, আব্দুল মজিদ ১৯, দলপতি মোহাম্মদ শরীফ ৩১, সগীর হোসেন ১৮, দেওয়ান সাব্বির ১৭ রান করেন।

রংপুরের হয়ে তিনটি করে উইকেট নেন সাজেদুল ইসলাম এবং বিশ্বনাথ হালদার।

ফলোঅনে পড়ে আবারো ব্যাটিংয়ে নেমে ২১ ওভারে এক উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে ঢাকা। জনি তালুকদার ৪ রান করে ফিরে গেলেও আব্দুল মজিদ ২০ ও সাইফ হাসান ৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।