ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়েও শিখেছেন জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, অক্টোবর ২১, ২০১৫
বাদ পড়েও শিখেছেন জাদেজা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় টেস্ট দলে আবারো ফিরেছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ঘরোয়া লিগ রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্র’র হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্মের পর নির্বাচকরা তাকে আবোরো সুযোগ দেন।

তার ফিরে আসাতে ভারতে লোয়ার ও মিডলঅর্ডারে ব্যাটিং আরো মজবুত হবে বলে সমর্থকদের ‍আশা।

চলতি বছরটি বেশ খারাপ কেটেছে জাদেজার। ইনজুরি ও বাজে ফর্মের কারণে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্ট ও ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন এ বাঁহাতি। তবে আবারো দলে ফেরার পর জাদেজা জানিয়েছেন, দল থেকে বাদ পড়ার পর নিজেকে আরো ভালো ভাবে প্রস্তুত করেছেন।

জাদেজা বলেন, ‘কেউ দল থেকে বাদ পড়তে চায় না। আমাকে দল থেকে বাদ দেওয়ার পরে চারদিকে বিভিন্ন নেতিবাচক কথা আসছিল। তবে আমি ভাগ্যবান কারণ, দল থেকে ছিটকে পড়ার পরই ঘরোয়া লিগ শুরু হয়েছে এবং সেখানে খেলে আমার আত্মবিশ্বাস আরো বেড়েছে। আর এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। ’

রঞ্জি ট্রফিতে জাদেজা দুই ম্যাচে সর্বোচ্চ ২৪টি উইকেট নিয়েছেন। পাশপাশি পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭৪.৫ গড়ে করেছেন ১৪৯ রান।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।