ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তামিম-তাসামুলের ব্যাটে চট্টগ্রামের লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, অক্টোবর ১৮, ২০১৫
তামিম-তাসামুলের ব্যাটে চট্টগ্রামের লিড

ঢাকা: তামিম ইকবাল ও তাসামুল হকের অর্ধশতকে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছে চট্টগ্রাম বিভাগ। হাতে রয়েছে আরও ছয় উইকেট।

রাজশাহীর করা ২০৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ চার উইকেটে ২৩৮ রান।

দিন শেষে তাসামুল হক ৬৬ ও ইরফান শুকুর অপরাজিত আছেন ৩৮ রান করে। পঞ্চম উইকেটে তাসামুল ও ইরফান জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৮৭ রান।   

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর করা ২০৮ রানের জবাবে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও নাফিস ইকবাল মিলে যোগ করেন ৭৯ রান।  

৬২ রান করে সাজঘরে ফেরেন তামিম। এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারায় চট্টগ্রাম। সেখান থেকে বিপর্যয় সামাল দেয় পঞ্চম উইকেট জুটি।

রাজশাহীর স্পিনার সাঞ্জামুল ইসলাম একাই নিয়েছেন চারটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।