ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন শ্রীলঙ্কান ‘ফাদার ফিগার’ কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, অক্টোবর ১০, ২০১৫
চলে গেলেন শ্রীলঙ্কান ‘ফাদার ফিগার’ কোচ অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে লিওনেল মেন্ডিস / ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথীবির মায়া ত্যাগ করে চলে গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটের ‘ফাদার ফিগার’ খ্যাত জনপ্রিয় কোচ লিওনেল মেন্ডিস। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর শুক্রবার ০৯ অক্টোবর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।



গত ১৫ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেন্ডিস। হাসপাতালেই তার ৮০তম জন্মদিন পালন করা হয়। একই মাসে তিনি ২৯ বছরের কোচিং পেশা থেকে অবসর নেন।

মেন্ডিস লঙ্কান ক্রিকেটে দারুণ ভুমিকা রাখেন। তার হাত ধরে উঠে এসেছেন বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম ছিলেন দলটির হয়ে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে। তার এ মৃত্যুতে সাবেক দুই ক্রিকেটার সহ পুরো শ্রীলঙ্কান ক্রিকেট শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।